BIG BREAKING: সর্বভারতীয় স্তরে শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 51 Second

আজ একুশে জুলাই সর্বভারতীয় স্তরে শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ অনুষ্ঠান। শুরুতেই উপস্থিত সকল সর্বভারতীয় দলগুলোর নেতা-নেত্রীদের সশ্রদ্ধ প্রণাম জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ” সর্বভারতীয় স্তরে সকল নেতাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানাই। উপস্থিতির জন্য শরদ পাওয়ারকে ধন্যবাদ । ‘চিদম্বরম, দিগ্বিজয় জি কে আসার জন্য ধন্যবাদ। আমাদের বন্ধু জয়া বচ্চনকে ধন্যবাদ। এসেছেন ডিএমকে, অকালি দলের প্রতিনিধিও, তাঁকেও কৃতজ্ঞতা।” কালীঘাটের শহীদ বেদিতে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে বক্তব্য শুরু করেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন ‘মানুষই আমাদের আশীর্বাদ দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছেন। মানুষই মানি পাওয়ার, মাসল পাওয়ারের বিরুদ্ধে লড়েছেন। মা-মাটি-মানুষকে আমার কৃতজ্ঞতা। বাংলা আমাদের ভোট দিয়েছে, সারা দেশ আমাদের আশীর্বাদ দিয়েছে। পিকে-কে ধন্যবাদ, অভিষেক ও তাঁর আইটি-সেলকে ধন্যবাদ।’’

দেশে করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” উত্তরপ্রদেশে মৃতদেহের সৎকার পর্যন্ত করা হয়নি ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গার জলে । প্রধানমন্ত্রী বলছেন ইউপি নাকি বেস্ট রাজ্য। লজ্জা লাগেনা ? দেশে মানুষ সামান্য অক্সিজেন টুকু না পেয়ে মারা গেছে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বুঝতে দেওয়ার আগেই মৃত্যু হয়েছে চার লক্ষ মানুষের। দেশে এই চার লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী আপনারাই”।পাশাপাশি তিনি বলেন, উত্তরপ্রদেশে ভাসিয়ে দেওয়া মৃতদেহগুলি ,কখনো বিহারের রাজ্য সরকারের তো কখনও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তৎপরতায় পুনরায় সম্মান জ্ঞাপনের সঙ্গে শেষ কার্য সম্পন্ন করা হয়েছে। মমতা বলেছেন, ‘ত্রিপুরায় আমাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। এটাই কি গণতন্ত্র ? সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শহিদ দিবসে দেখতে পাওয়া গেল গান্ধীরুপি মদন মিত্রকে । এম ভারত নিউজ

শহীদ দিবসের দিনে নেট পাড়ায় ফের সাড়া ফেললেন তৃণমূলের অতি চর্চিত বিধায়ক মদন মিত্র। বিধানসভা নির্বাচন ২০২১ এ ক্ষমতায় আসার পরেই বেশকিছু রদবদল হয়েছিল তৃণমূলের অন্দরমহলে । মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বন্ধ করতে হয়েছিল ফেসবুক লাইভ। তবে মানুষ তাঁকে ভালোবাসে আর তাঁর প্রমাণ স্বরূপ আজকে ফের নেট মাধ্যমে সাড়া ফেললেন তিনি। […]
politics_262

Subscribe US Now

error: Content Protected