0
0
Read Time:33 Second
সিবিআইয়ের আর্জিকে খারিজ করে আজই হাইকোর্টের উচ্চতর বেঞ্চে হওয়ার কথা ছিল নারদা মামলার শুনানি। কিন্তু উচ্চতর বেঞ্চে কিছুক্ষণ সওয়াল জবাবের পর বুধবার অবধি নারদা মামলা স্থগিত করলেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়। আগামী বুধবারই হাইকোর্টের উচ্চতর বেঞ্চে হবে নারদা মামলার চুড়ান্ত শুনানি।