
এবার ‘দুর্গা ভারত সম্মান’ দেবেন রাজ্যপাল। নানান ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই মনোনয়নের জন্য রাজভবনের তরফে আমিন্ত্রণ জানানো হয়েছে। বাংলার দুর্গা পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সারা বিশ্বে অন্যতম জায়গা করে নিয়েছে এই উৎসব। আর এবার দুর্গা পুজোকে ঘিরেই বড় ঘোষণা করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষা, সাহিত্য, শিল্প, সামাজিক কাজকর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, গবেষণা, ক্রীড়া, পাবলিক অ্যাফেয়ার্স, সিভিস সার্ভিস, বাণিজ্য, চিকিৎসা-সহ আরও অন্যান্য অনেক ক্যাটেগরিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন। দেশের বিভিন্ন জায়গা থেকেই মনোনয়ন কমা নেওয়া হবে। দুর্গা ভারত সম্মানের কয়েকটি বভাগ রয়েছে- দুর্গা ভারত পরম সম্মান, দুর্গা ভারত সম্মান ও দুর্গা ভারত পুরস্কার।