করোনা আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 35 Second

করোনা আক্রান্ত সিপিএমের রাজ্যসভার সাংসদ, কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য। গত কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পরে করোনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। গত কয়েক দিনে যাঁরা তাঁর কাছাকাছি এসেছেন, সুরক্ষার কথা ভেবে প্রত্যেককে করোনা টেস্ট করিয়ে নিতে বলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

প্রসঙ্গত দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হন কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান। কো-মর্বিডিটি থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। অন্যদিকে বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমছে। সংক্রমণের হারও এখন নিম্নমুখী। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। সব মিলিয়ে বাংলার করোনা গ্রাফে আশার আলো বজায় থাকল বৃহস্পতিবারও। তবে দৈনিক সংক্রমণ এবং দৈনিক সুস্থের সংখ্যার মধ্যে ব্যবধান কমে আসায়, চিন্তায় আছেন চিকিৎসকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গুজরাতে কোভিড হাসপাতালে আগুন । এম ভারত নিউজ

গুজরাতের রাজকোটে কোভিড হাসপাতালে আগুন। শুক্রবার ভোরে শিবানন্দ হাসপাতালের আইসিইউ বিভাগে প্রথম আগুন লাগে। কমপক্ষে ৬ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আইসিউতে মোট ১১ জন রোগী ছিলেন। যখন আগুন লাগে সেসময় হাসপাতালে মোট ৩৩ জন রোগী ভর্তি ছিলেন। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে আইসিইউ থেকেই […]

Subscribe US Now

error: Content Protected