সেভ ড্রাইভ,সেভ লাইফের লক্ষ্যে ধরপাকড় শুরু হল সিউড়িতে। হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরপাকড় শুরু করল ,সিউড়ি থানার পুলিশ। জানা যায় গতকাল বিকালে অভিযান চালিয়ে সিউড়ি থানার পুলিশ আনুমানিক ১৫ জনকে ফাইন করে। বেপরোয়া গতিতে বাইক চালানো থেকে শুরু করে বিনা হেলমেটে সফর ,তারপর ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হতে হয় বহু মানুষকেই। বাড়িতে প্রিয়জনের অপেক্ষা করে বসে আছেন, এদিকে ঘটে গেছে বড় দুর্ঘটনা। এমন ঘটনার নজির প্রায়শই দেখতে পাই আমরা। তারপরে পরিবারের লোকের বুকফাটা কান্নার শব্দে শোকোস্তব্ধ হতে হয় সকলকেই। এবার এই ঝুঁকি এড়াতে এগিয়ে এল সিউড়ি থানার পুলিশ।

একে করোনা আবহ তাঁর মধ্যে বিনা হেলমেটে রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে বহু মানুষকেই। বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে দুইয়ের অধিক মানুষকে অথচ হেলমেট নেই কারোর মাথাতেই। কখনও আবার কাগজ বাড়িতে ফেলে এসেই দূরপথে সফর করছেন কোন ব্যক্তি। এবার তাঁদেরই পাঠ পড়াতে পথে নেমেছেন সিউড়ি থানার পুলিশ। সিউড়ি থানার তরফ থেকে জানা গিয়েছে যাদের ফাইন করা হয়েছে তাঁদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল না।