টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগাট। তবে ভিসা সংক্রান্ত সমস্যা থাকার কারণে বিমানে চাপতে পারেননি তিনি। রয়ে গেলেন ফ্রাঙ্কফুর্টে। জানা যাচ্ছে ২৬ বছরের এই হরিয়ানার কন্যা নিজের যোগ্যতা দিয়ে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। শুধু তাই নয় পাশাপাশি হাঙ্গেরির বুদাপেস্ট নিজেকে তৈরি করছিলেন টোকিও অলিম্পিকের জন্যই। করছিলেন কঠিন অনুশীলন। তবে কঠিন পরিস্থিতির কারণেই যাওয়া হল না টোকিওতে। জানা যাচ্ছে তাঁর ভিসা অনুসারে হাঙ্গেরিতে ৯০ দিন থাকার অধিকার ছিল তাঁর। তবে বিনেশের হাঙ্গেরিতে থাকার দিন সংখ্যা ৯১ পার করায়, নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আর ভিসার নিয়ম ভঙ্গের কারণেই টোকিও বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে।

তবে দীনেশের মত একজন ক্রীড়াবিদের এইরূপ সমস্যায় নড়েচড়ে বসেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। দ্রুত হাঙ্গেরির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই ব্যাপারটি মিটিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে, আজই টোকিওর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। টোকিওতে কুস্তির ৫৩ কেজি বিভাগে বিনেশ সোনা জেতার ক্ষমতা রাখেন বলেই মনে করছেন বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, গত কয়েক মাসে পরপর এশিয়ান গেমস এবং কমনওয়েলথে সোনা জেতেন তিনি । তাই আগামীতে টোকিও অলিম্পিক থেকেও তাঁর কাছ থেকে সোনা আশা করছে দেশ।