নিজস্ব প্রতিনিধি, বীরভূম : বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার, নির্বাচনের আগেই নির্বাচনী প্রচারে বেরোলেন ময়ূরেশ্বর বিধানসভায় বিজেপির প্রার্থী শ্যামাপদ মন্ডল। গত ১৯ শে মার্চ ঢাক বাজিয়ে নিজের প্রচার সারতে দেখা গিয়েছিল বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়কে। এবার সেই ঘটনায় অনুপ্রাণিত হয়ে আজ সকাল সকাল নির্বাচনী সম্প্রচার সারলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী শ্যামাপদ মন্ডল। আজ সকালেই নির্বাচনী প্রচারে বেরিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে তালে তাল মিলিয়ে ঢাক বাজাতে দেখা যায় তাঁকে । সূত্রের খবর অনুসারে জানা যায় আজ মিরপুর গ্রাম থেকে প্রচার শুরু করেছিলেন তিনি। আগামী ২৯ শে এপ্রিল অর্থাৎ অষ্টম দফায় ভোট হতে চলেছে ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে ওই একই দিনে ভোট গ্রহণ হতে চলেছে বীরভূমের হাসান বিধানসভা কেন্দ্রে। তাই আজই তড়িঘড়ি নির্বাচনী প্রচারে বেরোলেন হাসান বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিখিল ব্যানার্জিও । পদ্ম শিবিরের হয়ে আশাবাদী নিখিল ব্যানার্জি , তাই নিজের কেন্দ্রের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচার সারতে দেখা গেল তাঁকে।
তবে এই নির্বাচনী সম্প্রচারের মধ্যে আফসোসের বিষয় একটাই । করোনা আবহে নির্বাচন সংগঠিত করার তাগিদে , নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেক নির্বাচনী সম্প্রচারের অনুষ্ঠানে কোভিড বিধি মেনে চলতে হবে। বর্তমানে করোনা সংক্রমনের হার এতটাই ঊর্ধ্বগামী, যে কেবলমাত্র টিকাকরণের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব নয় তাই সকলকেই বিধি মানার অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকার। তবে আজ উভয় বিজেপি প্রার্থীদের নির্বাচনী প্রচারে কোভিড বিধি মানার প্রাচুর্যতা দেখতে পাওয়া গেল না । মাস্কের ব্যবহার তলানিতে এসে ঠেকেছে , সামাজিক দূরত্ব প্রসঙ্গটি ভুলতে বসেছেন তাঁরা। যে দলের শীর্ষ নেতৃত্ব তথা দেশের প্রধানমন্ত্রী দেশের টিকা উৎসবের ঘটা করে উদ্বোধন করছেন ,সেই দলেরই অগ্রণী তথা বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা নিজেরাই সেই বিধি অবলম্বন করছেননা, প্রশ্ন থেকে যাচ্ছে এখানেই। যদি নির্বাচনী বিধি ভঙ্গের জন্য সম্প্রচার বন্ধ করা হয় , তাহলে এক্ষেত্রে ও নির্বাচনী বিধি ভঙ্গ কি হচ্ছে না? তাহলে এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হবে?