বালিতে বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার প্রচারে বাধা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 6 Second

নিজস্ব প্রতিনিধি, বালিঃ সদর হাওড়ার বালি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন বৈশালী ডালমিয়া। আগামী ১০ ই এপ্রিল চতুর্থ দফায় ভোট হতে চলেছে বালিতে। আর সেই ভোটকে সামনে রেখেই সোমবার সকালে হাওড়া পৌরসভার ৫৯ নং ওর্য়াডের অন্তর্গত বালির ভোটবাগান এলাকায় প্রচার শুরু করেন সেখানকার বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া।

প্রচার চলাকালীন ঐ এলাকায় তার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ওই এলাকার কিছু মহিলা ও যুবকের বিরুদ্ধে। বাধা দেওয়ার পাশাপাশি তার উদ্দেশ্যে “গো ব্যাক” স্লোগানও তোলা হয়। তাদের দাবি বিশ্বাসঘাতক কোনো নেতা নেত্রীকে তাদের এলাকায় প্রচার তারা করতে দেবেন না।

বালির বিজেপি নেতৃত্ব অবশ্য এই ঘটনাকে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের চক্রান্ত বলে অভিযোগ করছেন। তাদের দাবি, “আমাদের কর্মসূচীতে মিছিল লক্ষ্য করে ইট ছোড়ায় হয়। ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন।”
পুলিশের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় রাস্তা অবরোধ করে বালির বিজেপি নেতৃত্ব।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন এটাই দেখার যে প্রকৃত দোষীকে তারা ধরতে পারে কি না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১৪ বছরের কিশোরীর আত্মহত্যার ঘটনা রাজ্যে । এম ভারত নিউজ

ফের রাজ্যে প্রেমের কারনে আত্মহত্যা করল কিশোরী। একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সাধারণমানুষ। সূত্রে খবর অনুসারে জানা গেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় একটি ১৪ বছর বয়সী কিশোরী আত্মহত্যা করে বলে অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি এও জানা যায় এই কেশরী দীর্ঘদিন যাবৎ ধুপগুড়ির এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে […]

Subscribe US Now

error: Content Protected