ছ’মাস আগেই শীতলকুচির পরিকল্পনা করেছিল বিজেপি : অভিষেক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 31 Second

রাজ্যে রাজনৈতিক চাপানউতর চরম পর্যায়ে| শাসক বিরোধী দুই দলের ই সংঘর্ষ লেগে রয়েছে,শীতলখুচি গুলি-কাণ্ডকে কেন্দ্র করে|ওই ঘটনা পুরোপুরি পরিকল্পনা করে ঘটানো হয়েছে বলে দাবি করলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক। অভিষেকের মতে, ছ’মাস আগেই শীতলখুচির ছক কষেছিল বিজেপি। সোমবার ওদলাবাড়িতে এক জনসভায় এ ভাবেই বিজেপি-কে আক্রমণ করেন তিনি।সোমবারের জনসভায় বিজেপি-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অডিও ক্লিপিংস শুনিয়ে ভাষণ শুরু করেন অভিষেক। তিনি বলেন, “ছয় মাস আগেই বিজেপি নেতা সায়ন্তন বসু তাঁর ভাষণে বলেছিলেন, ‘সিআরপিএফকে বলেছি বেশি বাড়াবাড়ি করলে বুক লক্ষ্য করে গুলি করুন’। অন্য দিকে, শীতলখুচির ঘটনার পর বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘বেশি বাড়াবাড়ি করলে শীতলখুচির ঘটনা আরও হবে’।

এই দু’টি ঘটনাই ঈঙ্গিত দেয় শীতলখুচির ঘটনা পরিকল্পিত।” ওই জনসভায় শুরুতেই অভিষেক শীতলখুচি গুলি-কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।তারপর লাগাতার বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, “বিজেপি নেতারা জুলুমবাজ, বহিরাগত। গত বছর করোনা পরিস্থিতিতেও তাঁদের এ রাজ্যে দেখা যায়নি। নির্বাচনের সময় এসে ভাষণ দিয়ে যাচ্ছেন। গত ৭ বছরে যা বলেছিল, তা পালন করেনি। মিথ্যা কথা বলে চলেছেন। ওরা ১০ শতাংশ মানুষের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প করেছে আর মমতা বন্দোপাধ্যায় এই বাংলার প্রতিটি ঘরে বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী-সহ নানা প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আর বিজেপি একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মায়ানমার ব্যাংক বিস্ফোরণে মৃতের সংখ্যা ৭০০ ছাড়ালো । এম ভারত নিউজ

গণতন্ত্রকামীদের দমাতে জুন্টা হত্যার পথ বেছে । এবার মায়ানমারের আমজনতা পালটা প্রতিরোধ গড়ে তুলছেন। তারাও সেনার উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছেন| যেমন রবিবার সকালে মান্দালয়ের মায়াদি ব্যাংকের বাইরে বিস্ফোরণ ঘটে, সেখানে এক নিরাপত্তাকর্মী গুরুতর জখম হন। এদিকে সেনার অকথ্য অত্যাচারে মায়ানমারের মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল। মায়াদি ব্যাংকের বাইরে বিস্ফোরণ ঘটে| কারণ, […]

You May Like

Subscribe US Now

error: Content Protected