সংসদে চলছে বাদল অধিবেশন। আর এই পরিস্থিতিতে বিভিন্ন সময়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে সরব হতে দেখা গেছে রাজ্য সরকারকে। প্রায় প্রতিবারই রাজ্যের এই বিরোধী দলগুলোকে গান্ধী মূর্তির সামনে বসে বিক্ষোভ দেখাতে দেখা গেছে । আর এবার তাঁর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে গান্ধী মূর্তির সামনে বসে বিক্ষোভ দেখাতে দেখা গেল রাজ্য বিজেপি নেতৃত্বদের। ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং নারী সুরক্ষা নিয়ে আজ প্রতিবাদ দেখাতে দেখা গেল রাজ্যের বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় এবং অর্জুন সিং সহ অন্যান্য নেতৃত্বদের। বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীর ধর্ষণ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আজ সংসদে মুখ খোলেন বিজেপি সাংসদরা। বিজেপি সংসদের অভিযোগ তৃণমূলের শাসনকালে রাজ্যে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই বলে মনে করছেন তাঁরা।
এই প্রসঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন , “পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত মোট ৫০ জন মহিলার উপর অত্যাচার হয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি আমার নিজেরও গাড়ি ভাঙ্গা হয়েছে তারা। পাশাপাশি বাবুল সুপ্রিয়, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো নেতাদের উপর হামলা করা হয়েছে। ওদিকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব জে পি নাড্ডার উপর হামলা হয়েছে। রাজ্যে নারী নির্যাতন, অত্যাচার জলভাত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেখানকার মুখ্যমন্ত্রী এখন প্রধানমন্ত্রী হতে চাইছেন।”