জাভেদ আখতারের ছবি ব্যান করার হুঁশিয়ারি বিজেপি নেতার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

বিখ্যাত সঙ্গীতকার, পরিচালক ও অভিনেতা জাভেদ আখতারের সিনেমা নিষিদ্ধ করার হুমকি দিয়েছে মহারাষ্ট্রের বিজেপি সাংসদ তথা সে রাজ্যের দলীয় মুখপাত্র রাম কদম। উল্লেখ্য সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাভেদ বলেন, তালিবানরা উগ্রপন্থী তারা মৌলবাদী। এদেশে এমন কিছু দল রয়েছে যারা উগ্র হিন্দুত্ববাদ নিয়ে সোচ্চার। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ও বজরং দলকে যারা সমর্থন করেন তারাও ঠিক তালিবানদের মতোই। বর্ষীয়ান এই তারকার মুখে এমন আপত্তিকর কথা শুনে তার তীব্র বিরোধীতা করেছেন বিজেপির দলীয় কর্মী রাম কদম সহ দলীয় মোর্চার কর্মীরা। তারা দাবি করছেন অবিলম্বে জাভেদ আখতার হাত জোর করে ক্ষমা না চাইলে তার সব ছবি রাজ্যে ব্যান করা হবে।

এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জাভেদ সাহেব আরও বলেন, তালিবানরা বর্বর তাদের কার্যকলাপ নিন্দনীয়,ভারতের হিন্দুত্ববাদী দলগুলি তাদেরই অনুরূপ। প্রখ্যাত সঙ্গীতকারের এই মন্তব্য তাদের নৈতিক ভাবাবেগে আঘাত করেছে বলে জানান RSS ও বজরং দলের কর্মীরা। তারা অভিযোগ করেন,এই সংগঠনগুলির দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশের সরকার চলছে। তালিবানের আদর্শে চললে দেশে আইন শৃঙ্খলা কিছুই থাকত না তাই ওনার এই মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতেই হবে জাভেদ আখতার কে।প্রয়োজনে থানায় অভিনেতা, সঙ্গীতকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন রাম কদম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১২০ জন শিক্ষককে সম্মান প্রদান তমলুকে । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর। তারাই সমাজ চেতনার ধারক ও বাহক। তাই ৫ ই সেপ্টেম্বরের বিশেষ দিনটি শিক্ষকদের জন্যই বরাদ্দ।যদিও প্রতিদিন শিক্ষক ও ছাত্রদের বিশেষ দিন। সেই শিক্ষাগুরুদের সম্মান জানাতে আজ পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে আয়োজিত হল শিক্ষক দিবস। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তমলুকের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী […]
district_1556

Subscribe US Now

error: Content Protected