Read Time:1 Minute, 18 Second
রাজ্যের মহিলাদের যে কোনও বিপদে পাশে দাঁড়াতে নয়া উদ্যোগ নিল বিজেপি মহিলা মোর্চা। মঙ্গলবার রাজ্য বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলন করে নারী সুরক্ষায় একটি হেল্পলাইন চালুর কথা ঘোষণা করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। কিছুদিন আগে মহিলাদের সুরক্ষার জন্য মার্শাল আর্ট দেওয়ার প্রশিক্ষণের কথা ঘোষণা করেছিল বিজেপি মহিলা মোর্চা। এবার তার পাশাপাশি, একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করল গেরুয়া শিবির। জানা গিয়েছে, ওই হেল্পলাইন নম্বরে মিসড কল দিলে মহিলা মোর্চার সদস্য হওয়া যাবে। পাশাপাশি ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে কেউ জানাতে পারেন তাঁর সমস্যার কথা। এরপর ওই নম্বর থেকে ফোন করা হবে অভিযোগকারীনীকে। অভিযোগ পাওয়ার পর মহিলা মোর্চার টিম তা খতিয়ে দেখে অত্যাচারিত মহিলাদের পাশে দাঁড়াবে।
