Read Time:1 Minute, 7 Second
কৃষিআইনের সমর্থনে পদযাত্রার আয়োজন করল পূর্ব মেদিনীপুরের তমলুকের রাধাবল্লভপুর এলাকার বিজেপির কর্মী সমর্থকরা। সোমবার এই পদযাত্রায় সামিল হন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। এদিন রাধাবল্লভপুর থেকে নাইকুড়ি পর্যন্ত মিছিল করা হয়। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার জেলার সভাপতি নবারুন নায়েক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। শহীদ মাতঙ্গিনী ব্লকে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা।
মিছিল থেকে আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি তোলেন তাঁরা। কৃষিআইন নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে শাসক দলের কর্মীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভাষাতেই তোপ দাগেন হবিজেপি নেতা শমীক ভট্টাচার্য।