নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :
পুরুলিয়া জেলা জুড়ে চলছে অবৈধ বালির কারবার এবং জমি দুর্নীতি। আর এবার সেই দুর্নীতির হাত থেকে রক্ষার দাবিতেই অবস্থান বিক্ষোভ করল জেলা বিজেপি কর্তৃপক্ষ। আজ জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অফিসের মূল গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেন পুরুলিয়া জেলার বিজেপি নেতৃত্বরা। তাঁদের দাবি, শাসক দলের নেতার মদতে জেলা জুড়ে অবৈধ বালি কারবার ও জমি দুর্নীতি চলছে। জানানো হয় জমি সংক্রান্ত সমস্যা নিয়ে বিএলআরও অফিসে যাওয়া হলেও পাওয়া যাচ্ছে না কোনো সুরাহা।

শুধু তাই নয় পৈত্রিক সম্পত্তি বা উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত সম্পত্তি কাগজ-কলমে নট ফাউন্ড হিসেবে জমা পড়ছে বারংবার। আর তা নিয়ে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। এবার তাঁদের বার্তা জনসমক্ষে আনতেই এই পদক্ষেপ নিলেন তাঁরা । পাশাপাশি তাঁরা জানান, এই ঘটনা দীর্ঘদিন ধরে জানা সত্ত্বেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। আর তাই এবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হল পুরুলিয়া জেলার বিজেপি কর্তৃপক্ষ। যদি অবিলম্বে এই বিষয়ে কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামীদিনে জেলার প্রতিটি ব্লকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জেলার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।