করোনা আক্রান্ত হয়েও যত্রতত্র ঘুরে বেড়াতেন গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী টিঙ্কু লাল দলাই। প্রতিবাদ করায় বুথ সম্পাদককে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগর থানা এলাকার ঘটনা। অভিযোগ, করোনা পজেটিভ গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী টিঙ্কু লাল দলাই স্বাস্থ্য বিধি না মেনে বিভিন্ন অনুষ্ঠানে যাতায়ত করছিলেন। এরই প্রতিবাদ স্বরূপ আশাকর্মীর কাছে বিষয়টি জানাতে যান ১৭৭নম্বর রসিকনগর বুথের গাজীপুর গ্ৰামের বুথ সম্পাদক গোকুল চন্দ্র জানা। অভিযোগ, তখন ওই আশাকর্মীর স্বামী গোকুল চন্দ্র জানাকে মারধর করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে ভূপতিনগরে বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগালে সেইসময় ভগবানপুর ২ নং তৃণমূল ব্লক সভাপতি মানব পড়ুয়ার নেতৃত্বে কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাধা দেয় বলে অভিযোগ। দ্বিতীয় ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিজেপির আরও অভিযোগ কিছু গাড়িও ভাঙচুর করেছে তৃণমূল।