নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, এবার সেই খানেই বিজেপির ভাঙন ধরালো তৃণমূল। এদিন বিজেপি থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূলে, বুধবার সন্ধ্যায় নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা টাকাপুরা বাজারে তৃণমূলে যোগদান মেলার আয়োজন করা হয়। জানা যাচ্ছে, এই যোগদান মেলায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন, এদিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মৎস্যমন্ত্রী অখিল গিরি, এছাড়া এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ও ব্লকের তৃণমূলের নেতা কর্মীরা।
করোনা বিধি মেনেই চলছিল এই যোগদান মেলা, তবে মেলায় যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বেশির ভাগ মানুষ মৎস্য জীবীর উপর নির্ভরশীল। এপ্রসঙ্গে তিনি জানান ইতিমধ্যেই আমরা একটি “আদমি প্রকল্প” চালু করতে চলেছি এই প্রকল্পের মাধ্যমে অনেক মৎস্য জীবীরা উপকৃত হবে বলেই আশা রাখছি। অন্যদিকে অখিল গিরি বলেন অতিভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের জন্য ইতিমধ্যেই ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে নন্দীগ্রামে বিজেপির এই বিধানসভা কেন্দ্রে বিজেপির ভাঙ্গনের ফলে অনেকটাই অস্বস্তিতে পড়তে পারে বিজেপি নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।