Read Time:1 Minute, 0 Second
ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনার রাজনৈতিক মহল থেকে এলাকাবাসী সবার মধ্যেই উত্তেজনা প্রবল । গত বুধবার এই ঘটনাকে কেন্দ্র করেই টিটাগড়ে তৃণমূলের শান্তি মিছিল হয় ববি হাকিমের নেতৃত্বে । আর আজ একই উদ্দেশ্যে বিজেপির পালটা মিছিল টিটাগড়েই । মিছিলের নাম দেওয়া হয়েছে ‘হাল্লাবোল মিছিল’ । মিছিলের নেতৃত্বে থাকছেন সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এই কর্মসূচীতে এলাকার মানুষ শামিল হবেন বলে জানিয়েছেন মুকুলবাবু । পরিস্থিতি সামাল দিতে ব্যারাকপুর কমিশনারেটের বিরাট বাহিনী মোতায়েন থাকছে ওই এলাকায়।
