বিজেপির বেআইনি রোড শোতে বাঁধা দিয়েছিলেন তিনি। এই ছিল তাঁর অপরাধ। এর জেরেই রঘুনাথপুরের আইসি সঞ্জীব চক্রবর্তীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা। সেখান থেকে উদ্ধার করে তাঁকে ভর্তি করা হয়েছে রঘুনাথপুর সুপার স্পেসালিটি হাসপাতালে। সঞ্জীব চক্রবর্তীর অবস্থা গুরুতর বলেই জানাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা।
বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুরের মুনসেফডাঙা থেকে শুরু হওয়া রোড শো-র মাধ্যমে প্রচার চালাচ্ছিলেন রঘুনাথপুরের বিজেপি প্রার্থী বিবেকানন্দ বাউড়ি। এই রোড শোতে তাঁর সমর্থনে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পূর্ব দক্ষিন দিল্লির সাংসদ তথা ভোজপুরি অভিনেতা মনোজ তেওয়ারি।
তারকা প্রার্থীদের একঝলক দেখার জন্য মানুষের ঢল নামে এই রোড শোতে। যদিও এই রোড শো-র অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। এই কথা বিজেপি কর্মীদের আগেই জানিয়েছিলেন রঘুনাথপুরে এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর কোনো রকম কথা না শুনে ব্লক অফিসের সামনেই রোড শো করলে তখন তা আটকাতে যান দুর্বারবাবু। তখন তাঁকে নিগ্রহ ও হেনস্থা করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
অন্যদিকে রঘুনাথপুর থানার কাছাকাছি এলাকায় রোড শো করা হলে তা বন্ধ করতে গেলে আইসি সঞ্জীব চক্রবর্তীকে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা।তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ঘটনার সমালোচনা করে সরব হয়েছেন। তিনি নিজের ট্যুইটারে ঘটনার একটি ভিডিও প্রকাশ করে লেখেন , “বিজেপির রোড শোতে বাধা দেওয়ায় বিজেপি কর্মীরা পুলিশের আইসিকে মারধর করে। ওনার সুস্থতা কামনা করি। বিজেপির সন্ত্রাসের হাত থেকে বাংলাকে বাঁচান”।