শুভেন্দুকে কালো পতাকা নন্দিগ্রামে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

দ্বিতীয় দফা নির্বাচন শুরু হয়ে গেছে আজ সকাল থেকেই আর এই নির্বাচনের এপিসেন্টার হলো নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম থেকেই বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রানিচকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে তৃণমূলের উপর। কালো পতাকা দেখানো হয় তাঁর উদ্দেশ্যে । ‘জয় বাংলা’ ও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় শুভেন্দুকে উদ্দেশ্য করে । এমনকি ইট বৃষ্টিও হয় তাঁর গাড়ি লক্ষ করে। যদিও শুভেন্দু জানিয়েছেন ‘নন্দীগ্রামে একটি সিটেও জিতবেন না মমতা।’ আজ তাঁর গাড়িকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “মমতা বেগমের দুধেল গাই সবাই”। অন্যদিকে, বিজেপি একাধিক বুথ দখল করেছে, এই অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল।আজ সকাল সকাল ভোট দিছেন শুভেন্দু অধিকারী, তারপর থেকেই নানান কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন তিনি । সাতেঙ্গাবাড়িতে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠেছে। শুভেন্দু বলেছেন, আমাদের বুথ ম্যানেজমেন্ট খুবই ভালো। জয়ের ব্যাপারে প্রত্যয়ী শুভেন্দু। তিনি বলেছেন, এবার লড়াইয়ের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছে তৃণমূল। চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ চলছে আজ। এরমধ্যে পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। শুভেন্দু জানান ইতিমধ্যে ৬০ শতাংশ ভোট পড়েছে, পাশাপাশি এটাকে রেভোলিউশন বলে আখ্যায়িত করেছেন তিনি। তিনি আশা করছেন প্রায় ৮৫ শতাংশ ভোট পড়তে চলেছে আজ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জয় শ্রী রাম ধ্বনিতে ভয় পেয়েছেন মমতা : শুভেন্দু । এম ভারত নিউজ

দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা নন্দীগ্রামে। ফের জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ঘিরে। এই সমস্ত ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। “মমতা কেন বাইরে থেকে লোক নিয়ে এসেছে এলাকায়?” এমন অভিযোগও ওঠে স্থানীয় বাসিন্দার কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কে ঘিরে জয় শ্রীরাম স্লোগান […]

Subscribe US Now

error: Content Protected