কালীপুজোর আগেই ভয়াবহ বিস্ফোরণ দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির বাজি কারখানায়।
পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক বাজির দোকান। বুধবার দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। যার জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কারখানায় প্রচুর পরিমাণে বাজি মজুত থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে পাশের দোকানগুলিতে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর কেন্দ্রের দমকল কর্মীরা। তবে সংকীর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় কর্মীদের। ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।পাশাপাশি যাঁরা বাজি কিনতে গিয়েছিলেন তাঁদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। প্রাথমিক তদন্তে অনুমান, কারখানায় মজুত থাকা বিপুল পরিমাণ বাজিতে কোনও কারণে আগুন লেগে যাওয়াতেই এই ভয়াবহ ঘটনা ঘটে। এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। লক্ষ লক্ষ টাকার বাজি নষ্ট হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।