করোনাকালে রক্তের সংকট এক ভয়াবহ রূপ ধারণ করেছিল । আর এবার সেই সংকট মেটাতে তৎপর হল সিউড়ি শহরের রেনবো ক্লাব। বীরভূমের সিউড়ি শহরে রেনবো ক্লাবে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যে রক্তদান শিবিরে ৪০ জনের বেশি স্বেচ্ছায় রক্ত দান করেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাহত হয়েছিল সাধারণ জনজীবন। পাশাপাশি সংকট দেখা গিয়েছিল বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতেও। আর এবার সেই ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের ঘাটতি পূরণ করতে এগিয়ে এলেন এই ক্লাবের সদস্যরা ।
এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সিউড়ি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বিদ্যাসাগর সাউ এবং সিউড়ী শহর তৃণমূল প্রেসিডেন্ট মহঃ শফি।এই রক্তদান শিবিরে এদিন বিকাশ রায় চৌধুরীর হাতে গাছ তুলে দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষের তরফে। জানা যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে ক্লাবকে তিনি একটি এলসিডি টিভি উপহারস্বরূপ দেন।পাশাপাশি আগামী দিনে এই ক্লাবে একটি মঞ্চ তৈরি করার প্রতিশ্রুতিও দেন তিনি ।