ফুঁসছে গ্রামবাসী! প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ফের কারচুপি? এম ভার‍ত নিউজ

Mbharatuser

ফলে ব্যাপক যানজটে যথেষ্ট দুর্ভোগে পড়ে পথযাত্রীরা।

0 0
Read Time:2 Minute, 21 Second

প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়ে ফের তৈরি হল জনরোষ। পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুরে কাটোয়া রোড এলাকায় পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পাকা বাড়ি না থাকা সত্ত্বেও তাদের নাম আবাস যোজনার তালিকায় নেই। প্রকৃত উপোক্তাদের অবিলম্বে এই তালিকায় নাম তুলতে হবে বলে তাদের দাবি। টানা তিন ঘণ্টা ধরে পথ অবরোধ করে ধুন্ধুমার বিক্ষোভ দেখান গ্রামবাসী। ফলে ব্যাপক যানজটে যথেষ্ট দুর্ভোগে পড়ে পথযাত্রীরা।

আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন আন্দোলনকারীরা। ভাতারে অনেক গরীব দুঃস্থ মানুষেরই এই প্রকল্পে নাম উঠানো হয়নি। অথচ নিজস্ব জমিজমা রয়েছে, আর্থিক অবস্থা ভালো এমন মানুষজনের নাম প্রকল্পের তালিকায় রয়েছে। তাই রাগে রীতিমতো ফুঁসছেন বঞ্চিত মানুষজন। দীর্ঘক্ষণ বর্ধমান থেকে নতুনহাট যাওয়ার রাস্তা অবরুদ্ধ থাকার পর পুলিস ও প্রশাসনিক আধিকারিকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীরা পিছু হটে তারপর। জেলা প্রশাসনের এক আধিকারিক অবশ্য এ ব্যাপারে বলেন, ওই ব্লকের ১ হাজার ৮ শো জনকে বাড়ি দেওয়ার কোটা দেওয়া হয়েছিল। তালিকা এখনও পর্যন্ত চূড়ান্ত ভাবে ঠিক হয়নি। আজ ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে পাঠানোর নির্দেশ দিয়েছিল। তবে এই সময়ের মধ্যে মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে এখনও সংশয় রয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সেলিব্রেশনের মুডে পার্কস্ট্রিট, বর্ষবরণে সেজে উঠেছে তিলোত্তমা! এম ভার‍ত নিউজ

চলছে ডিজে। শহরের পাব, রেস্ট্রোরেন্টগুলিতে উপচে পড়ছে ভীড়।

Subscribe US Now

error: Content Protected