আবারও বিতর্কের মুখে কেন্দ্র সরকার। সিনেমাটোগ্রাফ আইনে বড়সড় বদল আনতে চাওয়াতেই সমালোচনার ঝড় দেশজুড়ে। অতি সম্প্রতি সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল এনেছে মোদী সরকার। আর শিল্পের বাকস্বাধীনতায় এহেন সরকারি হস্তক্ষেপে কার্যতই চমকে উঠেছেন চিত্র শিল্পী থেকে পরিচালক সকলেই।
সেন্সরের উপরে গিয়ে সরকারের হাতে আসতে চলেছে ‘সুপার সেন্সর পাওয়ার’ অর্থাৎ সিনেমা সেন্সরের কাছ থেকে ছাড়পত্র পেলেও, সিনেমার প্রর্দশন বন্ধ করে ফের সেই ছবিকে সেন্সরে জন্য পাঠাতে পারে কেন্দ্র। নতুন এক ধারা প্রয়োগ করে সেন্সরের সিদ্ধান্তকে বদলের ক্ষমতা নিজের হাতে রাখতে চলেছে সরকার। এছাড়াও, শ্রেণী বিভাজন ঘটিয়ে ইউ-এ/ ৭ প্লাস, ইউ-এ/ ১৩ প্লাস, ইউ-এ/ ১৬ প্লাস করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । এখানেই শেষ নয়, এতদিন সেন্সরের কোনও সিদ্ধান্ত পরিচালক বা প্রযোজকের অপছন্দ হলে, তাকে চ্যালেঞ্জ করার জন্য ছিল অ্যাপেলেট ট্রাইব্যুনাল। এটিকে একেবারে বাতিল করা হচ্ছে সংশোধনী বিলে।সরকারের এহেন সিদ্ধান্ত সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েছে বলিউডের একাংশ। কমল হাসান, ফারহান আখতার, জোয়া আখতার,শাবানা আজমির মতন অভিনেতারা একটি খোলা চিঠিও পাঠিয়েছেন এই মর্মে কেন্দ্রকে। এভাবে গণতন্ত্র ও শিল্পের বাকস্বাধীনতা হরণ হলে যে বিরোধিতা আসবেই, তা স্পষ্টতই জানিয়েছেন তাঁরা।