গুরু নানকের জন্মদিনেই অভাবনীয় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুবিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করেছে কেন্দ্র। কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন সাফল্য লাভ করেছে। আইন প্রত্যাহারের পরেই আন্দোলনরত কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর অনুরোধ জানিয়েছেন, ‘এবার আপনারা বাড়ি ফিরে যান।’ আর এই ঘোষণার জেরেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর এই ব্যাপার থেকে বাদ যাননি বলিউড তারকারাও।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে একেবারেই মানতে নারাজ কঙ্গনা রানাউত। ‘কন্ট্রোভার্সি কুইন’ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “দুঃখজনক, লজ্জাজনক ও সম্পূর্ণ অন্যায়। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তায় বসে থাকা লোকেরাই আইন বানাতে শুরু করে, তাহলে মানতেই হবে এটা একটা জেহাদি দেশ।” এরপরই তাঁর কটাক্ষ, “তাঁদের সকলকে অভিনন্দন যাঁরা এটা চেয়েছিলেন।” অন্যদিকে, টুইট করে কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন সোনু সুদ। তিনি লেখেন,”এটা একটা দারুণ খবর! কৃষি আইন প্রত্যাহারের জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদিজি। ধন্যবাদ কৃষকদের, আপনারা কেবল শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেই আপনাদের দাবি জানিয়ে গিয়েছেন। আশা করি গুরু নানক দেবজির আবির্ভাব দিবস উপলক্ষে প্রকাশ পুরবে বাড়ি ফিরে আপনাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন।” কৃষকদের অভিনন্দন জানিয়েছেন রিচা চাড্ডা ও তাপসী পান্নুও।