Read Time:1 Minute, 20 Second
2021 সালের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি হয়ে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা মোদিকে আগামী বছর জি সেভেন শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এবিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নি।

প্রসঙ্গত ২৮ বছর আগে ১৯৯৩ সালের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে মুখ্য অতিথি হয়ে এসেছিলেন তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। এত বছর পর আসছেন ব্রিটেনের আরও এক প্রধানমন্ত্রী। সরকারি সূত্রের খবর, কূটনৈতিক কৌশলের কথা মাথায় রেখে বরিসকে এই আমন্ত্রণ পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। এর আগে একসঙ্গে পরিবেশ বদল নিয়ে দুই দেশের মধ্যে সুদৃঢ় বোঝাপড়া ও কোভিড পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করা নিয়েও আলোচনা চলছে দু’দেশের।