আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি বরিস জনসন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 20 Second

2021 সালের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি হয়ে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা মোদিকে আগামী বছর জি সেভেন শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এবিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নি।

প্রসঙ্গত ২৮ বছর আগে ১৯৯৩ সালের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে মুখ্য অতিথি হয়ে এসেছিলেন তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। এত বছর পর আসছেন ব্রিটেনের আরও এক প্রধানমন্ত্রী। সরকারি সূত্রের খবর, কূটনৈতিক কৌশলের কথা মাথায় রেখে বরিসকে এই আমন্ত্রণ পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। এর আগে একসঙ্গে পরিবেশ বদল নিয়ে দুই দেশের মধ্যে সুদৃঢ় বোঝাপড়া ও কোভিড পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করা নিয়েও আলোচনা চলছে দু’দেশের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গড়বেতা থেকে পাশে থাকার বার্তা শুভেন্দুর । এম ভারত নিউজ

শুভেন্দু অধিকারীকে নিয়ে কম জলঘোলা হয়নি। এসবকে ডোন্ট কেয়ার করেই নিজের ছন্দেই রয়েছে তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শহিদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তীতে যান তিনি। সেখানেই খুব সন্তর্পণে এড়িয়ে রাজনৈতিক প্রসঙ্গ। ভাষণের শুরুতে তিনি ক্ষুদিরামের জীবনকাহিনী তুলে ধরেন। পরে অবশ্য বলেন, 2011 সালের আগে এইদিনটাতে আমি আসতাম, […]

Subscribe US Now

error: Content Protected