দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলে বিধানসভার পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করলেন রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় পিএসসির চেয়ারম্যান নিয়োগে ফের নিয়ম ভঙ্গ করলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বিমান বাবু বলেন সাধারণত পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদ ৫৪ বছর ধরে বিরোধীরাই পেয়ে এসেছে। তাই এবারও এই নিয়মের অন্যথা না করে বিরোধী দল থেকে মুকুল রায় কে এই পদে নির্বাচন করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করে বিধায়ক হয়েছেন মুকুল রায়। তিনি দলবদল করলেও এখনো বিধায়কপদ ত্যাগ করেননি । পিএসি চেয়ারম্যান পদের জন্য একাধিক বিধায়কের নাম ঘোষণা করার পরে শেষমেষ মুকুল রায়কেই এই পদটি দেওয়া হয় ।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন,”৫৪ বছর ধরে বিধানসভায় বিরোধীদলের বিধায়করাই পিএসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন । কিন্তু এবার সেই ঐতিহ্যকে ভাঙলেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। এই নিয়মের অন্যথা হওয়ায়, আমরা মুকুল রায়ের বিরুদ্ধে ৬৪ পাতার অভিযোগ বিমান বাবুকে দিয়েছি।