0
0
Read Time:1 Minute, 19 Second
হায়দরাবাদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বিআরএস বিধায়ক লাস্য নন্দিতার। এই প্রথম বিধায়ক হয়েছিলেন তিনি। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার সুলতানপুর আউটার রিং রোডে (ওআরআর) দুর্ঘটনায় পড়েন তিনি। তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় লাস্য নন্দিতাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর মৃত্যু হয়েছে বলে জানান। বিধায়ক লাস্য নন্দিতার গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
হায়দরাবাদে ১৯৮৬ সালে জন্ম হয় লাস্য নন্দিতার। একবছর আগে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। নন্দিতা ছিলেন প্রাক্তন বিআরএস বিধায়ক প্রয়াত জি সায়ান্নার মেয়ে।