গরু পাচার তদন্তে নয়া মোড়, বিএসএফ কর্ণেলের বাড়ি সিল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 40 Second

গরু পাচার রুখতে এবার আসরে নামল সিবিআই। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলি দিয়ে গরু পাচারের অভিযোগ বহুদিনের। বুধবার সকাল থেকেই কলকাতার রাজারহাট, সল্টলেক, তপসিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, লালগোলা, শিলিগুড়ি-সহ রাজ্যের ১৫ জায়গায় অভিযান চালায় সিবিআই। ইতিমধ্যে গরু পাচারে নাম জড়ানো এক বিএসএফ কর্নেলের বাড়ি সিল করা হয়েছে। এদিন সল্টলেকের বিজে ব্লকে তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সূত্রের খবর, কিছুদিন আগে সীমান্ত এলাকায় কাজ করতেন সতীশ কুমার নামে ওই বিএসএফ কর্নেল। সেই সময় গরু পাচারের ক্ষেত্রে নানাভাবে সাহায্য করেছিলেন তিনি। তাঁর বাড়ি থেকে ইতিমধ্যেই বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। যা তদন্তে নতুন ককে দিশা দেখাতে পারবে বলেই মনে করছে তদন্তকারীরা। তদন্তকারীদের নজরে রয়েছে ইমামুল হক নামে আরও এক পাচারকারী। এর আগে মুর্শিদাবাদ থেকে তাকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে অবশ্য সে ছাড়া পায়। আবারও তার খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা। গোটা ঘটনার হদিশ পেতে চাইছে তাঁরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রয়াত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদি । এম ভারত নিউজ

প্রয়াত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদি। 11 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হন তিনি। টুইট করে একথা জানান। তারপর থেকে দিল্লি এইমস-এ চিকিৎসাধীন ছিলেন। বুধবার তাঁর মৃত্যু হয়েছে বলে এইমসের পক্ষ থেকে জানানো হয়। এদিন টুইট করে শোকবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। উল্লেখ্য করোনার জেরে দেশের […]

You May Like

Subscribe US Now

error: Content Protected