তবে কি ফের বন্ধ হতে চলেছে রেল পরিষেবা ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 43 Second

দেশে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি , রাজ্যে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে নাইট কারফিউ এবং আংশিক লকডাউন। এই মুহূর্তে প্রতিদিন করোনা সংক্রমনের হার এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে।এই অবস্থায় পরিযায়ী শ্রমিকরা ফিরতে চাইছেন নিজের রাজ্যে।আবার দেশবাসীর মনে উঁকি দিচ্ছে লকডাউনের ভয় । গত বছর দেশের রেল পরিষেবা বন্ধ ছিল প্রায় ৭ মাস। বন্ধ হয়েছিল বিমান পরিসেবাও। এমন কি বাস ও বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছুদিন। আর এবার ফের সেই আশঙ্কা দানা বাঁধছে মানুষের মনে।রেলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে,‘যাত্রীরা প্যানিক করবেন না, ট্রেন পরিষেবা চালু থাকবে । পাশাপাশি আরও জানানো হয়েছে যে দূরপাল্লার এবং স্পেশ্যাল ট্রেনও চালু থাকবে ৷ তবে বর্তমানে অনেক রেল কর্মীদের শরীরে করনা থাবা বসিয়েছে যে কারণে হাওড়া শিয়ালদা ডিভিশনের বহু ট্রেন বাতিল করা হয়েছে।

পাশাপাশি মঙ্গলবার থেকে শেওড়াফুলি, শ্রীরামপুর, পান্ডুয়া, মেমোরি প্রভৃতি দিকের ১৬ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। নির্বাচন কালে বাংলায় কোভিড চেন ভেঙে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। নেতা মন্ত্রীদের প্রচারে ভিড় জমছে কাতারে কাতারে। করোনা সতর্ক বিধি অবহেলা করে উদাসীন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নবান্নের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে একাধিক বিষয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক হয়েছে কলকাতা পূরসভাতেও। আগামী দিনে আরও বেশি সংখ্যায় ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে । স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের, যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় হাজার বেশি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মৃত ঘোষণা জীবিত রোগীকে, হুলুস্থুল ন্যাশনাল মেডিকেল কলেজে । এম ভারত নিউজ

ঠিক যেন আমির খানের ‘পিকে’ সিনেমার সেই দৃশ্য; “কনো ফিরকি লে রহে হ্যা”। মৃত আত্মীয়ের দেহ হাসপাতাল থেকে আনতে গেলে হঠাৎই পিছন থেকে ভেসে এলো পরিচিত কন্ঠস্বর। হতবাক পরিজনরা দেখলেন দিব্যি বহাল তবিয়তে আছেন তাঁদের ‘মৃত’ আত্মীয়,ডাকছেনও তাঁদের নাম ধরে। এমনই চাঞ্চল্যকর এক ঘটনাকে কেন্দ্র করে এদিন কার্যতই হুলুস্থুল পড়ে […]

Subscribe US Now

error: Content Protected