অঞ্জলি দিতে গেলেও লাগবে টিকা গ্রহণের শংসাপত্র? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

করোনাকালীন কঠিন পরিস্থিতির মাঝে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কারণে, এবার সংক্রমণ রুখতে বেশ কয়েকটি নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে একমাত্র টিকা গ্রহণের দুটি ডোজ সম্পন্ন হলে তবেই অঞ্জলি দেওয়ার অধিকার পাবেন দর্শনার্থীরা। এছাড়াও সিঁদুর খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে দেখাতে হবে টিকা গ্রহণের প্রমাণ। আজ হাইকোর্টে তরফ থেকে এমনই এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ‘করোনাকালীন পরিস্থিতিতে পূজা অনুষ্ঠিত হওয়ার কারণেই টিকা গ্রহণ করলেও মাস্ক পরতেই হবে দর্শনার্থীদের। এছাড়াও বড় প্যান্ডেলের সর্বোচ্চ ৬০ জনের উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। ছোট মণ্ডপের ক্ষেত্রে ক্ষেত্রে একই সময়ে সর্বাধিক ১৫ জন ব্যক্তি মণ্ডপে উপস্থিত হতে পারবেন। তবে কোনও কমিটির তরফ থেকে যদি নিয়ম না মানা হয়, সে ক্ষেত্রে পুজোর অনুমতি বাতিল করতে বাধ্য হবে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে পূজা হওয়ার কারণে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি হাইকোর্টের তরফ থেকেও দর্শকদের মণ্ডপে প্রবেশাধিকারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে এইবার পূজো বাইরে থেকে দেখতে হবে দর্শনার্থীদের। এমনকি পুজো কমিটির সদস্যদের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট তালিকা তৈরি করতে হবে সদস্যদের। প্রতিদিন নতুন নতুন সদস্য উপস্থিত হতে পারবেন না মণ্ডপে। নির্দিষ্ট কয়েকজন সদস্যকে মণ্ডপে প্রবেশাধিকার দেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

BIG BREAKING: তৃণমূলে ঘরওয়াপসি সব্যসাচী দত্তের । এম ভারত নিউজ

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলে ঘর ওয়াপসি হলো সব্যসাচী দত্তের। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে আজ বিধানসভা ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই ঘরে ফিরতে দেখা গেল ঘরের ছেলেকে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পর সেখানে তাঁর সঙ্গে দেখা করেন সব্যসাচী বাবু। তারপর মুখ্যমন্ত্রী […]

Subscribe US Now

error: Content Protected