চিরাচরিত ঐতিহ্যে ভাঙ্গন! করোনায় কাল। রথযাত্রা নিয়মে বড় সিদ্ধান্ত নিল কলকাতা ইসকন কর্তৃপক্ষ। জানা যাচ্ছে চিরাচরিত নিয়ম ভেঙে রথের পরিবর্তে গাড়ির কনভয় করে মাসির বাড়ি যেতে চলেছেন জগন্নাথ, বলরাম ,সুভদ্রা। জানা যাচ্ছে, এই রথযাত্রা এসকর্ট করবে কলকাতা পুলিশের পাইলট কার। জানা যাচ্ছে,প্রতিবারের মতোই নিয়ম মেনে এবারও গুরুসদয় দত্ত রোডে, নিজের মাসির বাড়িতেই যেতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা।প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রীর দেওয়া ভোগ নিবেদনের পরই, আরতি দিয়েই শুরু হতে চলেছে এই অভিনব রথযাত্রা। তবে করোনাকালের কঠিন পরিস্থিতির জন্য সাধারণ মানুষের উপলক্ষে বাড়িতে বসেই টেলিভিশনের সম্প্রচার দেখার আবেদন জানিয়েছেন ইস্কন কর্তৃপক্ষ।

জানা গেছে গত দু’বছর পরে, অ্যালবার্ট রোড থেকে গুরুসদয় দত্ত রোডে নিজের মাসির বাড়িতে যেতে চলেছে ইস্কন মন্দিরের জগন্নাথ দেবের রথ। তবে করোনাকালের এই ভয়ঙ্কর পরিস্থিতির কারণে চিরাচরিত রীতি ভেঙে গেছে বহু স্থানে। যেমন পুরীর জগন্নাথ দেবের রথ যাত্রার ক্ষেত্রে এবারও শামিল হতে পারবেনা পুণ্যার্থীরা। তেমনি মাহেশের রথের চাকা গড়াবে না এবছরও। জানা যাচ্ছে এবছর ৬২৫ বছরে পা দিতে চলেছে হাওড়ার মাহেশের রথযাত্রা । ভারতের দ্বিতীয় এবং বাংলার প্রাচীনতম রথযাত্রার নামে খ্যাত এটি। তবে করোনার এই কঠিন পরিস্থিতি ঐতিহ্যের ভাঙ্গন ধরাতে বাধ্য করেছে।