এবার পড়ুয়া,অধ্যাপক এবং শিক্ষা কর্মীদের বিনামূল্যে টিকা দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবারই কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় এই সিদ্ধান্তের কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনূর্ধ্ব ৪৫ এর সমস্ত পড়ুয়া, অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের টিকে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই। গতবছর মার্চ মাসের মাঝামাঝি থেকেই বন্ধ রাজ্যের সমস্ত স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়। ক্লাস চলছে অনলাইনে। কিন্তু বলাই বাহুল্য ভার্চুয়াল ক্লাসের কারণে গতি নেই পড়াশোনায়। অনলাইন পরীক্ষায় বাড়ছে অসৎ উপায় অবলম্বন করার প্রবণতা, ফলে মূল্যায়নও হচ্ছেনা ঠিকমত। কিন্তু রাজ্যের করোনা প্রকোপের জেরে কবে যে আবার খুলবে কলেজ -বিশ্ববিদ্যালয় তা বলা সম্ভব নয় এখনও। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই টিকাকরণের ব্যবস্থা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। অতি দ্রুত টিকাকরণ শুরু হবে বলেই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে যারপরনাই খুশি পড়ুয়ারা। এই টিকাকরণ যে কলেজ -বিশ্ববিদ্যালয় খোলার দিকে প্রথম পদক্ষেপ তা ধরে নিয়েই আবারও বন্ধুদের সঙ্গে দেখা হবে,এই খুশিই বাঁধ ভেঙেছে তাদের।