Read Time:1 Minute, 10 Second
ফের ভারতীয় জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু ফের কি ব্যাট হাতে হেলিকপ্টার শট মারতে দেখা যাবে তাঁকে? না আর ব্যাট হাতে না অন্য পদে দেখা যাবে ‘ক্যাপ্টেন কুল’কে এমনটাই জানাল বিসিসিআই। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কোহলিদের মেন্টর রূপে ধোনিকে নিয়োগ করেছে বিসিসিআই , এমনটাই জানিয়েছেন সচিব জয় শাহ।

বুধবার টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিসিআই। গত বছর স্বাধীনতা দিবসে অবসর ঘোষণা করেন ধোনি। এরপর প্রথম জাতীয় দলের সঙ্গে কাজ করছেন তিনি। টি ২০-র পরও দলের মেন্টর রূপে কাজ করবেন কিনা এ ব্যাপারে কিছু জানায়নি বিসিসিআই। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে আর মাঠে দেখা যায়নি ধোনিকে।