এসএসসি নিয়োগে সিবিআই তদন্তে স্থগিতাদেশ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 39 Second

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতি মামলায় এখনই কোনরকম অনুসন্ধান সিবিআই শুরু করতে পারছে না বলেই স্পষ্ট জানালো ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ সিবিআই অনুসন্ধানের ব্যাপারে যে রায় দিয়েছিল, ডিভিশন বেঞ্চ সেই রায়ের উপর আগামী তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল ।

স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ সিবিআইয়ের হাতে প্রাথমিক তদন্ত ভার বা অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিল । রাজ্য, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়। বুধবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয় যে, আরও বিস্তারিত শুনানির প্রয়োজন আছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতি মামলার বিষয়ে। তাই ওই নির্দেশ আগামী তিন সপ্তাহের জন্য স্থগিত থাকবে। এখন সমস্ত তথ্য মুখবন্ধ খামে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে আদালতের কাছে জমা করতে হবে যা একক বেঞ্চের নির্দেশ মতো সিবিআইয়ের কাছে জমা দেওয়ার কথা ছিল ।

প্রসঙ্গত উল্লেখ্য, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী অর্থাৎ গ্রপ-ডি নিয়োগের বিষয়ে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে দায়ের করা হয় একটি মামলা । সোমবার কলকাতা হাই কোর্ট সেই মামলার প্রাথমিক তদন্তের ভার দিয়েছিল সিবিআইয়ের হাতে। এই রায়ের বিরুদ্ধেই রাজ্য ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেয় । আর তারপরেই বুধবার ওই মামলার শুনানি শুরু হয় ডিভিশন বেঞ্চে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাত পোহালেই পুরভোট ত্রিপুরায়, জারি কড়া সতর্কতা । এম ভারত নিউজ

রাত পোহালেই পুরভোট ত্রিপুরায়। প্রতিবেশী রাজ্যের পরিস্থিতি পুরভোটের আগে থেকেই বেশ উত্তপ্ত। বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে আগরতলা সহ ত্রিপুরার সবকটি পুরসভা কেন্দ্রেই। তার আগেই নির্বাচন কমিশন সব ভোটগ্রহণ কেন্দ্রকে চিহ্নিত করল স্পর্শকাতর হিসেবে । ত্রিপুরা রাজ্যের নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে মোট ৬৪৪টি […]

Subscribe US Now

error: Content Protected