আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা। প্রাক্তন অধ্যক্ষ ছাড়াও আরজি করের আরও একাধিক কর্তার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীন আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। তা খতিয়ে দেখতেই রবিবার সাতসকালে তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, রবিবার বেলেঘাটা, কেষ্টপুর, হাওড়া, এন্টালিতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। একটি দল গিয়েছে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে। কয়েক ঘণ্টা বাইরেই অপেক্ষা করছিলেন তদন্তকারীরা। তারপর সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন তাঁরা। একটি দল গেছে এন্টালিতে, আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে। আরেকটি দল কেষ্টপুরে ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোমের বাড়িতে রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজনের বাড়িতে হানা দিয়েছে সিবিআই।