নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়া গিয়েছিল এসএসসি গ্রুপ-ডি-র ৫০ জন কর্মীর। সিবিআই-এর নির্দেশে আজ নিজাম প্যালেসে হাজিরা দিল তারা। প্রভাবশালীদের হাত ধরে চাকরি হয়েছিল কিনা তা খতিয়ে দেখতেই হাওড়ার আমতা ও বাগনানের এই ৫০ জন কর্মীকে তলব সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদ চলবে তাদের। এর দ্বারা আরও বেশ কিছু সরকারি মাথার নাম উথে আসতে পারে বলে মনে করছে সিবিআই। রাজ্য সরকারই যে এ ব্যাপারে নিশানা সেটাই ইঙ্গিত তদন্তকারী সংস্থার। এদিকে পঞ্চায়েত ভোটে বিজেপিকে লড়তে না দেওয়ার হুমকি দিল তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি নিরঞ্জন সরকার। তিনি বলেন, ‘বিজেপি যাতে প্রার্থী দিতে না পারে এমন ব্যবস্থা করুন। উৎখাত করতে হবে বিজেপির হার্মাদদের’। এই মন্তব্য ঘিরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। আবারও নিশানা হল তৃণমূল সরকার। অন্যদিকে ২০১৮-এর বিজেপি এবং ২০২৩-এর বিজেপির মধ্যে বিস্তর ফারাক। মানুষের মনে ভয় ঢোকানোর জন্য এইসব মন্তব্য বলে পাল্টা উত্তর দিলেন বিজেপি জেলা সম্পাদক উৎপল দাস।
আরও পড়ুন