Read Time:55 Second
২০ অগাস্ট বিকেলে মুম্বইতে হাজির হয়েছেন আধিকারিক নুপূর প্রসাদ। তাঁর নেতৃত্বেই কেন্দ্রীয় গোয়েন্দা আগামীকাল শুক্রবার থেকে তদন্ত শুরু করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাটে গিয়ে খোঁজ নেওয়া, কুপার হাসপাতালের যে ৫ জন চিকিতসক সুশান্তের ময়নাতদন্ত করেন তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি কীভাবে আত্মহত্যা করেছেন সুশান্ত, সেই ঘটনা নতুন করে চিত্রানাট্যের আকারে তৈরি করবে সিবিআই । সুশান্তের বাড়ির পরিচারকদের সঙ্গেও কথা বলবে এই সংস্থা ।
