নারোদা মামলায় সিবিআইয়ের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই শুরু হল বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি। আজ নারোদা মামলায় ধৃত ৪ হেভিওয়েট নেতার অন্তর্বর্তী জামিনের বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে হাইকোর্টে তরফে। যদিও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল তদন্ত সংস্থা। পাশাপাশি আগামী বুধবার পর্যন্ত হাইকোর্টের উচ্চতর বেঞ্চের কাছে মামলার শুনানিতে স্থগিতাদেশের আর্জি জানিয়েছিল সিবিআই। যদিও ইতিমধ্যেই এই আর্জি খারিজ করে শুরু হয়েছে এই মামলার শুনানি। আজ এই বৃহত্তর বেঞ্চে উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় ইতিমধ্যেই সিবিআইয়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে হাইকোর্ট।
