এবার সেনা কর্মীদের জন্য অনলাইন টেলি মেডিসিন কনসালটেশন পোর্টাল উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশের করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলির উপর চাপ কমাতে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। এই পোর্টালের মাধ্যমে ভিডিও কনফারেন্সে ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসা পাবেন সেনা কর্মীরা ও তাঁদের পরিবার। অনলাইন এই পোর্টালটির নামকরণ করা হয়েছে SeHAT( Service e-Health Assistance & Tele-consultation)। https://sehatopd.in/ এই সাইটে রেজিস্টার করার পর সেনাকর্মীরা এবং তাঁদের পরিবার পাবেন এই পরিষেবার সুবিধা। এই পোর্টালটির মাধ্যমে একাধারে যেমন প্রত্যন্ত এলাকায় কর্মরত সেনাকর্মীরা সহজেই স্বাস্থ্য পরিষেবা পাবেন, তেমনি অন্যদিকে চাপ কমানো সম্ভব হবে হাসপাতাল এবং ওপিডি বিভাগগুলিতে।ভার্চুয়ালি এই পোর্টালের উদ্বোধন করার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন “আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশবাসীদের যাতে আমরা উন্নত, দ্রুত এবং স্বচ্ছ পরিষেবা দিতে পারি।” করোনা পরিস্থিতিতে এই উদ্ভাবনকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। এই পোর্টালের মাধ্যমে রোগীরা হাসপাতালের সংস্পর্শে না এসে নিজের বাড়ি থেকেই চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন, তাই এই পোর্টালের ব্যবহার করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রন করতে সাহায্য করবে বলেই মনে করেন রাজনাথ সিং।
সেনাকর্মীদের জন্য টেলিমেডিসিন পোর্টাল আনল কেন্দ্র । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 6 Second