বর্তমানে এয়ার ইন্ডিয়াকে দখলের হাত থেকে বাঁচাতে প্রস্তুত কেন্দ্র।নিউইয়র্কের একটি আদালতে বকেয়া পাওনা আদায়ের উদ্দেশ্যে একটি মামলা করেছে সার্ন এনার্জি নামক বৈদেশিক সংস্থা। সার্ন এনার্জির ভারত সরকারের কাছ থেকে প্রাপ্য ১২০ কোটি ডলার। পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, এই প্রাপ্য অর্থ না দেওয়া হলে অনাদায়ে তাঁরা এয়ার ইন্ডিয়া দখল এবং পার্শ্ববর্তী বিমান সংস্থার অন্যান্য সম্পদ দখল করতে বাধ্য হবেন। যদিও এই মামলার পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়াকে করমুক্ত করতে তৈরি ভারত সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘এই মামলা সংক্রান্ত নির্দেশিকা এখনও আসেনি ভারতের হাতে। তবে যদি এধরনের কোনও নির্দেশ আসে, তবে ভারত তার আইনি অধিকার প্রয়োগ করবে। এবং এই ধরনের কোনও চেষ্টা যাতে সফল না হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে।’’ প্রসঙ্গত উল্লেখ্য ব্রিটেনের এই সংস্থা সার্ন এনার্জির সঙ্গে একটি চুক্তি ভঙ্গের কারণে এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য এয়ার ইন্ডিয়া, ঠিক এমনটাই জানানো হয়েছে এই বৈদেশিক কোম্পানির তরফ থেকে। যদিও দেশীয় সম্পদ রক্ষা করতে তৎপর কেন্দ্রীয় সরকার।