কেন্দ্রের তরফে বড় দায়িত্ব দেওয়া হল শুভেন্দুকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 46 Second

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল শুভেন্দু অধিকারীকে । গত বছরের শেষের দিকেই দলবদল করেছিলেন শুভেন্দু। নতুন দলে তাকে সম্মানের সঙ্গেও বরণ করে নেওয়া হয়েছিল। তবে এই বছরের শুরুতেই ক্যাবিনেট সচিবালয় থেকে ফোন আসে শুভেন্দুর কাছে এবং তাকে তার বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। ইতিমধ্যেই তাকে জানিয়ে দেওয়া হয় জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে তাঁকে নিযুক্ত করা হয়েছে। এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অ্যাপয়নমেন্ট কমিটি অফ ক্যাবিনেট এর পক্ষ থেকে।

নতুন দলে যোগদান করার পরেই সহকারী পদে কাজের সুযোগ। সরকারের তরফ থেকে ফোন করা হয়েছিল শুভেন্দুকে। দ্রুত দায়িত্ব নেবার জন্য অনুরোধ জানানো হয়েছে তাকে। কেন্দ্রের এহেন সিদ্ধান্তে, অবাক হয়েছেন অনেকেই । তবে এই পরিস্থিতিতে এইরূপ সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই বিবেচনা করা হচ্ছে। শুভেন্দুর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার দিন হচ্ছে ১৯ এ ডিসেম্বর। মাত্র ১৭ দিনের মধ্যে এত বড় পদে কাজ করবার সুযোগ পাচ্ছে শুভেন্দু অধিকারী।

ভোটের আগে দল পরিবর্তন করলেন অনেকেই তবে শুভেন্দুর ক্ষেত্রে আলাদা সুযোগ । কেন এরকম পক্ষপাতিত্ব ! তবে বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন শুভেন্দুর প্রশাসনিক দিকে উচ্চতা পূর্ব থেকেই ছিল এবং সেই রেশ বজায় রাখবার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভোটের আগেই সেইরূপ কাজ করতে পারবেন বলে মনে করছেননা ঠিকই তবে এই মুহূর্তে কর্মসূচি নির্ধারণ করাটা অনেক বেশি জরুরী বলে মনে করছেন তাঁরা । পাশাপাশি তার জন্য একটি সরকারি অফিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কলকাতাতে যাতে জেলা সফরে গিয়ে সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন শুভেন্দুবাবু ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ব্যবসায়ীকে অপহরণে গ্রেফতার তিন । এম ভারত নিউজ

প্রবাসী ভারতীয় দুবাইয়ের ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেফতার তিন। বুধবার রাতে সিটি সেন্টার টু-এর পিছন থেকে এই ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এমনকি ওই ব্যবসায়ী ফোন থেকেই পরিবারের লোককে ফোন করে মুক্তিপণ হিসেবে চার কয়েক লক্ষ টাকা চাওয়া হয়, না দিলে প্রাণনাশের হুমকি দেয় অপহরণকারীরা। তবে যখন ওই ব্যক্তিকে অপহরণ […]

Subscribe US Now

error: Content Protected