গোটা রাজ্যজুড়ে করোনা ভাইরাসের থাবা কিছুটা কমলেও স্বস্তিতে নেই রাজ্য স্বাস্থ্য দপ্তর। গত জুন মাসে কেন্দ্র ঘোষণা করেছিল , জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে দিনে ১ কোটি মানুষকে টিকাকরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেইমতো রাজ্য স্বাস্থ্য দপ্তর নিশ্চিত ছিল জুলাই-এর মাঝামাঝি সময়ে টিকাকরণের পরিমাণ বাড়ানো যাবে। এরই মাঝে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণায় স্পষ্ট যে,চলতি মাসে ও দৈনিক ১ কোটি টিকাকরণের টার্গেট পূরণ হবে না। তবে টিকাকরণের গতি অনেকটা বাড়াবে এমনই আশ্বাস দিচ্ছে কেন্দ্র । অতএব দৈনিক ১ কোটি টিকাকরণের লক্ষমাত্রা পূরণ করতে গেলে যে পরিমাণ টিকার জোগানের প্রয়োজন সেই পর্যাপ্ত পরিমাণে টিকা সরবরাহ করতে পারছে না কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বৃহস্পতিবার জানিয়েছেন, রাজ্যগুলিকে ১০ কোটি কোভিশিল্ড ও ২ কোটি ডোজ দেওয়া হবে কো-ভ্যাকসিনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিবরণ অনুযায়ী, সবথেকে বেশি টিকা বরাদ্দ করা হয়েছে যোগী রাজ্যের জন্য। যোগীর রাজ্যে জুলাই মাসে ১ কোটি ৯১ লক্ষেরও বেশি করোনা টিকার ডোজ পাঠানো হবে। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে ৯০ লক্ষ ভ্যাকসিনের ডোজ। এর মধ্যে ২২ লক্ষ টিকা পাবে বেসরকারি হাসপাতালগুলি। প্রসঙ্গত উল্লেখ্য , গত ২১ শে জুন থেকে দেশজুড়ে বড়োসড়ো টিকাকরণ কর্মসূচির সুচনা করেছে কেন্দ্র। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের তরফ থেকে ৭৫% টিকা বিনামূল্যে রাজ্যগুলিকে বিলিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ,আগামী ৯ জুলাই থেকে নিয়মিত টিকা আসা শুরু করবে রাজ্যে । অন্যান্য রাজ্যগুলিকে মিলিয়ে চলতি মাসে কেন্দ্র মোট ১২ কোটি ভ্যাকসিন সরবরাহ করবে। স্বভাবতই দৈনিক ১ কোটি টিকাকরণের টার্গেট পূরণ হচ্ছে না এখনই।