রাজ্যে প্রয়োজনের তুলনায় কম করোনা ভ্যাকসিন পাঠিয়েছ কেন্দ্র, অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যবাসীর দুশ্চিন্তা কোনো কারন নেয়। রাজ্যবাসীর জন্য কেন্দ্রের উপর নির্ভর করবেন না, বরং নিজেই টিকা কিনবেন সরাসরি রাজ্যবাসীর জন্য। তিনি জানিয়েছেন, রাজ্যবাসী সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবেন৷

আজই সেই বিশেষ দিন। গোটা দেশজুড়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়ে গেছে।শনিবার সকালে অবশ্য এক ভারচুয়াল অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। টিকাকরণ প্রক্রিয়া নিয়ে শনিবার জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গে আজ ২০ হাজার ৭০০ জন প্রথম সারির করোনা যোদ্ধাকে দেওয়া হবে টিকা।
তবে অপর দিকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি টিকা করনের ব্যাপারে সচেতনতা গড়ে তোলার জন্য টিকা নিয়েছেন এইমসের প্রধান রণদীপ গুলারিয়া পাশাপাশি টিকা নিয়েছেন সিরাম ইনস্টিটিউটের প্রধান।