চন্দনকে জেরা, চাঞ্চল্যকর তথ্য CBI-এর হাতে! এম ভারত নিউজ

Mbharatuser

অন্যদিকে,শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন আরামবাগের তৃণমূল নেতা তথা তথা যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক শাহিদ ইমাম

0 0
Read Time:3 Minute, 0 Second

সিবিআই জালে এখন চন্দন মণ্ডল। রাতভর তাঁকে জেরা করে নানা চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই। তবে এই চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের ঠাটবাট নাকি বিশেষ ছিল না। কুন্তল ঘোষের মতো সরাসরি কোনও দলের সদস্য ছিল না এই চন্দন মণ্ডল। অথচ সে নিয়োগ দুর্নীতিতে জড়িত। নিজের এলাকা ছাড়াও, উত্তর ২৪ পরগনার বাইরেও চন্দনের জাল ছড়ানো ছিল। নিজে গ্রামের প্রাথমিক স্কুলে প্যারাটিচার পদে চাকরি করত চন্দন। বাগদায় মামা–ভাগিনা গ্রামে দোতলা বাড়ি রয়েছে চন্দনের। চন্দন চাকরি দিত প্রাথমিক, উচ্চ–প্রাথমিক থেকে হাইস্কুলেও। ১০, ১৫ এবং ২০ লক্ষ টাকা পর্যন্ত দর উঠত বলেও জানান বাসিন্দারা।

অন্যদিকে,শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন আরামবাগের তৃণমূল নেতা তথা তথা যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক শাহিদ ইমাম। সিবিআই জানিয়েছে, নিয়োগ দুর্নীতির অন্যতম দালাল তিনি। শাহিদের প্রতিবেশীরা জানান, টলিউডে ৩টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাহিদ। নিজে সেকথা স্বীকারও করেছেন। এমনকী টলিউডের ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কলকাতা ছাড়িয়ে গ্ল্যামারের ছটা ছড়াতে তিনি পৌঁছে গিয়েছেন মুম্বই। বলিউডের একটি মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন রাখি সাওয়ান্তের সঙ্গেও।

শনিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই শাহিদ বলেন, ‘আমি আইনের সঙ্গেই রয়েছি। আইনের সঙ্গেই থাকব। আইন বিরুদ্ধে কোনও কথা আমি বলব না। আমি সব সত্যি কথা বলেছি। কোনও টাকা পয়সার কথা আমি বলব না। পুরো বিষয়টিই বিচারাধীন।’ অর্থাৎ নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন শাহিদ।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার পর অ্যাডিনো ভাইরাস! কি করবেন জানুন। এম ভারত নিউজ

অ্যাডিনো ভাইরাস সংক্রান্ত প্রোটোকল মেনে করতে হবে চিকিৎসা

Subscribe US Now

error: Content Protected