চন্ডীতলায় জমে উঠেছে লড়াই। একদিকে সিপিআইএমের তরফে রাজ্য রাজনীতিতে অভিজ্ঞ পোড় খাওয়া নেতা মহম্মদ সেলিম, অন্যদিকে পদ্মশিবিরের রাজনীতিতে একেবারেই আনকোরা টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। হুগলির চন্ডীতলাতে কার্যতই এবার লড়াই অভিজ্ঞতা বনাম গ্ল্যামারের। এই বিধানসভা ভোটে চন্ডীতলার প্রার্থী সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, তৃনমূলের স্বাতী খোন্দকর এবং বিজেপির যশ দাশগুপ্ত। বাকি দুজনের তুলনায় একেবারেই আনকোরা যশ।
এক সন্ধ্যেবেলা জনাই রোডে প্রচারের মাঝে হঠাৎই দেখা হয়ে যায় মহম্মদ সেলিম এবং যশের। সেখানেই বিরোধী প্রার্থীর উদ্দেশ্যে সৌজন্যের হাত বাড়িয়ে দিলেন দুজন।
জানা যাচ্ছে সেলিমকে দেখে গাড়ি থামাতে বলেন যশ। তারপর এগিয়ে এসে পা ছুঁড়ে প্রণাম করেন মহম্মদ সেলিমের।চেয়ে নেন আশীর্বাদও। বয়সে ছোটো প্রতিদ্বন্দ্বীকে আশীর্বাদ দিতে অবশ্য কার্পণ্য করেননি সেলিমও। তবে এই ঘটনার মাঝেই ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা। চারিদিক থেকে অনুগামীরা ঘিরে ফেলেন যশকে। পড়ে যায় সেলফির হিড়িক। রূপোলী পর্দার হিরোর মোহে কোথায় যেন ভেসে যায় নীতি আদর্শ।।
গ্ল্যামারকে ঘিরে এই উন্মাদনায় কতখানি ধনাত্মক ভাবে নিচ্ছেন প্রবীণ জননেতা? এই উন্মাদনার মাঝেই তিনি নিজের পরাজয়ের সিঁদুরে মেঘ দেখছেন নাতো? উঠছে প্রশ্ন।