দিল্লি হিংসায় ১৫ জন অভিযুক্তের নামে চার্জশিট । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 49 Second

দিল্লি হিংসার ঘটনায় ১৫ জন অভিযুক্তের নামে চার্জশিট গঠন করল পুলিশ। চার্জশিটে উমর, শরজিলের নাম না থাকলেও সাসপেন্ড হওয়া আপ কাউন্সিলর তাহির হুসেনের নাম রয়েছে।
বুধবার দিল্লির করকরডুমা আদালতে সাড়ে ১৭ হাজার পাতার বিশালাকার চার্জশিট পেশ করে দিল্লি পুলিশের বিশেষ সেল। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং অস্ত্র আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি পুলিশ এ-ও দাবি করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওই হিংসায় ইন্ধন জোগানো হয়েছিল।তদন্তকারীদের দাবি, হিংসার ঘটনায় প্রত্যক্ষ ভাবে যারা জড়িত তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিল ষড়যন্ত্রকারীরা। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। হানাহানিতে মৃত্যু হয় ৫০ জনের বেশি মানুষের। আহত হন অনেকে। ওই হিংসার ঘটনাকে ঘিরে মোট ৭৫১টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ৫৯টির তদন্ত করছে ক্রাইম ব্র্যাঞ্চের বিশেষ দল। ৬৯১টি তদন্তের দায়িত্বে জেলা পুলিশ এবং একটি মামলা দেখভাল করছে দিল্লি পুলিশের বিশেষ সেল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

৬৯ টি বসন্ত পার করে আজ প্রধানমন্ত্রী ৭০-এ, দেখুন কিভাবে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি । এম ভারত নিউজ

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন । রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রান্তপ্রচারক থেকে দেশের প্রধানমন্ত্রী– দীর্ঘ রাজনৈতিক জীবন তাঁর । এই বিশেষ দিন উপলক্ষ্যে চালু করা হয়েছে ‘সেবা সপ্তাহ’, যা ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর অবধি চলবে । গোটা সপ্তাহ যেখানে বিভিন্ন সেবামূলক কাজে নিজেদের নিযুক্ত রাখবেন মন্ডল থেকে […]

Subscribe US Now

error: Content Protected