Read Time:1 Minute, 12 Second
চার দিনের সফরে মেদিনীপুর গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই জেলা সফরের মাঝেই খড়গপুরের টাটা মেটালিক্সের সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন তিনি। তাঁর মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রথমবার বাংলায় বিপুল বিনিয়োগ করল টাটা গোষ্ঠী। খড়গপুরে টাটা মেটালিক্সের ইউনিটটি ছিল আগেই, ২০১৯ সালে এই ইউনিটে ৬০০ কোটি টাকার বিনিয়োগ করেন টাটা। এদিন সেই ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। খড়গপুরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, কর্মসংস্থান আমাদের লক্ষ্য, রাজ্যে প্রায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। তিনি জানান, বীরভূমের দেউচা পাঁচামিতে কয়লা ও আসানসোলে সেলগ্যাস উত্তোলন হবে। এতে রাজ্যের প্রচুর ছেলে-মেয়েদের চাকরির হবে।