বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এ জয়লাভের পর শিল্পকে প্রধান উদ্দেশ্য বলে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এই শিল্পকে উদ্দেশ্য করেই একটি হাই পাওয়ার কমিটি গঠন করলেন তিনি। আজ এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করলেন তিনি। রাজ্যে বেকারত্বের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় শিল্পের গুরুত্ব কতটা তা বুঝতে বাকি নেই কারোরই। আর এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় ‘ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির ব্যাপারে একটা হাইপাওয়ার কমিটি করা হয়েছে। প্রতি ১৫ দিন অন্তর আমরা বসব।’ উচ্চপর্যায়ের কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, ‘ বর্তমানে শিল্পের যা যা সমস্যা আছে, তা সমাধান করা হবে।কারণ এই পরিস্থিতিতে আমার ডেস্টিনেশন এখন শিল্প। বিনিয়োগ ও কর্মসংস্থান সংক্রান্ত এই কাজটা আগে করব। তাই একটা বোর্ড গঠন করেছি।’

শিল্পের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। করোনাকালীন কঠিন পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর খামতি নজরে এসেছে সাধারণ মানুষের। আর সেই কারণেই প্রতি ১৫দিন অন্তর এসএসকেএম-এ বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “হাসপাতাল অতি গুরুত্বপূর্ণ জায়গা। পাশাপাশি স্বাস্থ্যভবন সেখান থেকে অনেকটা দূরে। তাছাড়াও স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিব থাকেন। কয়েক দিনের মধ্যেই মণিময়রা পিজিতে একটা জায়গা তৈরি করবে। যেখানে কনফারেন্স রুমের মতো থাকবে। ১০-১২ জন যাতে একসঙ্গে বসতে পারি। আমরা প্রতি ১৫ দিন অন্তর এখানে এসে বসব। বর্তমানে হাসপাতালের বিভিন্ন সমস্যা থাকে, তাছাড়াও ৫টা মেডিক্যাল কলেজ আছে, স্বাস্থ্যের ব্যাপার থাকে। এই বৈঠকের স্বাস্থ্যসচিব থাকবেন। এমনকি কখনও কখনও মুখ্যসচিবকেও নিয়ে আসব।আমি আগামী বৃহস্পতিবার দিন আসব। বিকেল ৪টে থেকে ১ ঘণ্টা এখানে থাকব।মনে হয় হাসপাতালগুলি মনিটরিং করতে পারব।’