বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে আজই ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে আজই ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বনির্ধারিত সূচি অনুসারে গতকালই ঝাড়গ্রামে উপস্থিত হয়েছিলেন তিনি। গতকাল বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে জঙ্গলমহলে পা রেখেছিলেন তিনি। বিধানসভা নির্বাচন ২০২১ জয়লাভের পর এই প্রথম জঙ্গলমহলে পা রাখেন তিনি। গতকাল রাত্রে সেখানেই রাত্রি যাপন করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি গতকাল ঝাড়গ্রামে যাওয়ার পথে কপ্টারেই উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মূলত দীর্ঘ কয়েক দিনের বৃষ্টিপাত এবং বেশ কয়েকটি ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।

আর এই পরিস্থিতি খতিয়ে দেখতেই আজ কপ্টারে গোটা এলাকা পরিদর্শন করবেন তিনি ।সেই সমস্ত এলাকাগুলিতে প্রয়োজনীয় উদ্ধারকার্য এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ও সাধারণ মানুষসহ গবাদি পশুদের প্রয়োজনীয় সেফ শেল্টার, প্রদানের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।করোনাকালীন কঠিন পরিস্থিতিতে একেই নাজেহাল সাধারণ মানুষ। তার ওপরে, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের জীবিকা। এই কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঠিক কী বার্তা দেওয়া হয় এখন দেখার বিষয় সেটিই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যসভায় সাংসদদের উপস্থিতিতে হুইপ জারি করল বিজেপি । এম ভারত নিউজ

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্য রাজ্যসভায় বিজেপি সাংসদদের উপস্থিতিতে হুইপ জারি করল বিজেপি। বাদল অধিবেশনের একেবারে শেষ প্রান্তে এসে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে বিজেপি। জানা যাচ্ছে যে আজ এবং আগামীকাল এই দুইদিন বিজেপি সাংসদের রাজ্যসভায় উপস্থিতির জন্য আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল এই বিষয়ে […]
politics_708

You May Like

Subscribe US Now

error: Content Protected