বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে আজই ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বনির্ধারিত সূচি অনুসারে গতকালই ঝাড়গ্রামে উপস্থিত হয়েছিলেন তিনি। গতকাল বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে জঙ্গলমহলে পা রেখেছিলেন তিনি। বিধানসভা নির্বাচন ২০২১ জয়লাভের পর এই প্রথম জঙ্গলমহলে পা রাখেন তিনি। গতকাল রাত্রে সেখানেই রাত্রি যাপন করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি গতকাল ঝাড়গ্রামে যাওয়ার পথে কপ্টারেই উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মূলত দীর্ঘ কয়েক দিনের বৃষ্টিপাত এবং বেশ কয়েকটি ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।

আর এই পরিস্থিতি খতিয়ে দেখতেই আজ কপ্টারে গোটা এলাকা পরিদর্শন করবেন তিনি ।সেই সমস্ত এলাকাগুলিতে প্রয়োজনীয় উদ্ধারকার্য এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ও সাধারণ মানুষসহ গবাদি পশুদের প্রয়োজনীয় সেফ শেল্টার, প্রদানের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।করোনাকালীন কঠিন পরিস্থিতিতে একেই নাজেহাল সাধারণ মানুষ। তার ওপরে, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের জীবিকা। এই কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঠিক কী বার্তা দেওয়া হয় এখন দেখার বিষয় সেটিই।