জরুরি বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 38 Second

পাঞ্জাবে তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন বর্তমান মুখ্যমন্ত্রী চিরঞ্জিত সিং চান্নি । জানা যাচ্ছে পাঞ্জাবের বর্তমান কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতেই আজকের এই বৈঠক ডেকেছেন তিনি। সকাল সাড়ে ১০ টায় বৈঠক ডাকা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত কালই সর্বভারতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন নভজোৎ সিং সিধু। আর তারপর থেকেই বিরোধী দলের তীব্র কটাক্ষের শিকার হতে হচ্ছে কংগ্রেসকে। আজ চন্ডিগড়ে এই বৈঠকটি ডেকেছেন পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ এই বৈঠকে উপস্থিত রয়েছেন পাঞ্জাব কংগ্রেসের সমস্ত উচ্চ পদস্থ নেতৃত্বরা। এস এস ডি সভাপতি সুখিন্দর সিং বাদল বলেন,’ আমি আগেই বলেছিলাম নবজোৎ সিং সিধু হলেন একজন দিকভ্রষ্ট মিসাইল। তা কখন কাকে কি ভাবে আঘাত হানবে তা কেও আগে থেকে বলতে পারে না। তিনি সর্বপ্রথম ক্যাপ্টেন অমরিন্দর সিংকে পদত্যাগ করতে বাধ্য করেছেন।’ প্রসঙ্গত উল্লেখ্য কাল তাঁর পদত্যাগের পরেই ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, ‘আমি আপনাদের বলেছিলাম তিনি একজন স্থিতিশীল মানুষ নন এবং সীমান্ত রাজ্য পাঞ্জাবের জন্য উপযুক্ত নন। ‘ প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দল পরিবর্তনের কথা সামনে এলে, তিনি বলেছিলেন, নভজোৎ সিং সিধু যাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী না হতে পারে সেই দিকটি মাথায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। মূলত নভজোৎ সিং সিধুর সঙ্গে পাকিস্তানের মুখ্যমন্ত্রী ইমরান খানের সখ্যতা থাকায় বর্ডার সংলগ্ন এই রাজ্যকে তাঁর নিয়ন্ত্রণে ছাড়া সম্ভব নয়। তা রাজ্যের এবং রাজ্যবাসীর জন্য ভয়াবহতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের স্থগিত হল আন্তর্জাতিক বিমান পরিষেবা । এম ভারত নিউজ

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হল আন্তর্জাতিক বিমান পরিষেবায়। জানা যাচ্ছে ফের এই বিমান পরিষেবা স্থগিত রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য করোনাকালীন কঠিন পরিস্থিতির ভয়াবহতা এড়াতেই পূর্বেই ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এই পরিষেবা বাতিল করা হয়েছিল। তবে সেক্ষেত্রে এয়ার বাবল পরিষেবার মাধ্যমে কয়েকটি […]

Subscribe US Now

error: Content Protected